– হ্যালো
#…………………….
– হ্যালো , হ্যালো
#………………………..
– একটু জোরে বল, আমি শুনতে পাচ্ছি না
# হ্যালো কে স্যার
– এই তুমি আমাকে স্যার বলেল কেন?
# স্যার কে তো স্যার বলতে হয়, তো আপনি কেমন আছেন।
– আমি তোমার স্যার হতে যাবো কেন?
# আপনার কাছ থেকে কিছু শিখছি না, সেই হিসাবে আপনি আমার স্যার।
– তুমি, আমাকে এই আপনি আপনি করছো কেন।
# আপনাকে আপনি করে বলতে আমার ভালো লাগে।
– আমাকে তুমি করে বলা যায় না।
# না, আপনি আপনিই আর আপনিই আমার স্যার
– এই রকম স্যার স্যার আর আপনি আপনি করতে থাকলে কিন্তু দিবো একটা কামড়!
# আহহহহহহহহ ব্যাথা লাগছে , এই শয়তান ছাড় , ছাড় বলছি।
– একি , তুমি এই সব কি বলছো!, আমি তো তোমাকে কামড় দেইনি।
# আরে আপনি না, আমার পিচ্ছিটা
– এ্যা , তোমার আবার পিচ্ছিও আছে
# আমার মানে, আপুর পিচ্ছিটা, যা করে না, কখন একবার বকেছি সেটার কথা এখন মনে পড়েছে , আর আমাকে এসেই বলে তুমি আমাকে ঐ দিন বকেছো কেন , ব্যাস শুরু , এই বার দিল আমার হাতে একটা কামড়।
– ভালো করেছে, আমি খুশি হয়েছি। আমার কাজটা পিচ্ছিটা করেছে।
# যান আপনার সাথে কথা বলবো না।
– আচ্ছা শুন এখন কি করছো
# বসে বসে বৃষ্টি দেখছি, আর আপনি
– আমি রিকশায়, কাক ভিজা অবস্থা।
# আল্লাহ , আপনি এই বৃষ্টিতে কোথায় যাচ্ছেন?
– তোমারদের বাসার কাছে যাচ্ছি। আজ বৃষ্টিতে তোমাকে নিয়ে এই শহরটা্য় ঘুরবো।
# পাঘল হয়েছেন নাকি, আমি কোথাও যাবো না।
– ও কে, যাওয়া না যাওয়া তোমার ইচ্ছা, একটু জানালা দিয়ে রাস্তায় তাকিয়ে দেখ।
# না আমি দেখবো না।
– আরে বাবা দেখনোই না।
# শয়তান, তুই একটা শয়তান
– হা হা হা হা হা
# আমি ২০ মিনিটে আসছি, আপনি রিকশায় বসে থাকুন।