হাল আমলের স্মার্ট ফোনগুলো তে বিল্টইন জিপিএস থাকে। কিন্তু সমস্যা হল এর এ্যাপস নিয়ে। ফ্রীতে আপনি হয়ত অনেক ধরেনর এ্যাপস পেয়ে যাবেন। কিন্তু ঐ গুলো প্রফেশনাল মানের তুলনায় তেমন একটা কাজের না।
আজ খুজতে খুজতে প্রফেশনাল মানের একটা জিপিএস নেভিগেশন এর নেভিগেটর পেয়ে গেলাম।
Sygic
প্রায় বিডি টাকায় ৬০০০ এর মত এর দাম। আইফোন, এন্ডুয়েডসহ প্রায় সব ধরেনর মোবাইলেইর জন্যই এর এ্যাপস রয়েছে।
তবে অতিব দুঃখের বিষয় হল বাংলাদেশের কোন ম্যাপ নেই।
ট্রায়াল ভার্সনটি ৭দিনের জন্য কাজ করে ।
সো ট্রাই করতে ভিজিট করুন Sygic